ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল ছুড়ল লেবাননের সশস্ত্র গোষ্ঠী

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১১:৫৩:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১১:৫৩:০৭ অপরাহ্ন
ইসরায়েলি ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল ছুড়ল লেবাননের সশস্ত্র গোষ্ঠী
দখলদার ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (৮ নভেম্বর) ইসরায়েলের মধ্যাঞ্চলে একাধিক মিসাইল ছোড়ে তারা। গত এক মাস ধরে হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ চলছে।

হিজবুল্লাহ বলেছে, “তেলআবিবের দক্ষিণাঞ্চলের তেল নোফ বিমান ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল ছোড়া হয়েছে।” হিজবুল্লাহর এই হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। যদিও এর আগের এক বার্তায় তারা বলেছিল লেবানন থেকে ছোড়া একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। যেগুলো পশ্চিম ও আপার গ্যালিলির দিকে এসেছিল।ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে জানায় হিজবুল্লাহর ছোড়া রকেটে উত্তরাঞ্চলের আরব শহর কাফির ইয়াসিফে একটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কাফির ইয়াসিফের হামলার ব্যাপারে বলেছে, লেবানন থেকে পাঁচটি রকেট ছোড়া হয়েছিল। এরমধ্যে চারটি রকেট মাঝআকাশে ধ্বংস করা হয়েছে। কিন্তু একটি রকেট আঘাত হানতে সমর্থ হয়।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ