বেঙ্গালুরুতে ফিরছেন ম্যাক্সওয়েল?
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১০-১১-২০২৪ ০৭:০৫:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৪ ০৭:০৫:৪৭ অপরাহ্ন
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে আসন্ন মেগা নিলামের আগে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ২০২১ সালে বেঙ্গালুরুতে যোগ দিয়ে ৫২ ম্যাচে ১২৬৬ রান সংগ্রহ করেছেন তিনি এবং আরসিবির হয়ে নিজের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। তবে এবার তাকে ছেড়ে দিয়ে নতুনভাবে দল গঠনের পরিকল্পনা করছে আরসিবি।
ম্যাক্সওয়েল জানিয়েছেন, দলের পরিচালক মো বোবাট ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার তাকে ফোন করে সিদ্ধান্তের কথা জানান এবং এই আলোচনায় প্রায় দেড় ঘণ্টা ধরে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করা হয়। আরসিবি কর্তৃপক্ষের পেশাদারিত্ব ও স্বচ্ছতা প্রশংসা করে ম্যাক্সওয়েল বলেছেন, "সব দল এমন আচরণ করলে সম্পর্কগুলো আরও মসৃণ হতো।"
ম্যাক্সওয়েল আরও বলেন, "আরসিবির হয়ে আবার খেলার সম্ভাবনা পুরোপুরি বন্ধ নয়, বেঙ্গালুরুতে ফিরতে পারলে অবশ্যই ভালো লাগবে।" বেঙ্গালুরুর সঙ্গে তার সম্পর্ক শেষ হলেও নিলামে নতুন কোনো দলে দেখা যেতে পারে এই অজি তারকাকে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স