শেখ হাসিনার ভারতীয় ঋণ পরিকল্পনা স্থগিত, আদানির পাওনা অনিশ্চিত
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১০-১১-২০২৪ ০৭:১৯:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৪ ০৭:১৯:৪৯ অপরাহ্ন
শেখ হাসিনা সরকারের অধীনে ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে জমে থাকা বিশাল অঙ্কের বকেয়া পরিশোধের জন্য ভারত সরকার বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার ঋণ দিতে প্রস্তুত ছিল। বিশেষত আদানি গ্রুপের পাওনা পরিশোধে এই ঋণ সহায়ক হতো বলে ধারণা করা হচ্ছে। তবে শেখ হাসিনার পতনের পর এই ঋণ প্রকল্পটি স্থগিত হয়ে গেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
সম্প্রতি বাংলাদেশের আর্থিক সংকটের কারণে বিদ্যুৎসহ বিভিন্ন জ্বালানি খাতে বকেয়া পরিশোধে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। যার ফলে আদানি গ্রুপও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশে কমিয়ে দেয়। বর্তমানে আদানি গ্রুপের পাওনা প্রায় ৮০০ মিলিয়ন ডলার।
শেখ হাসিনার সরকার ভারত থেকে এই ঋণ আনার মাধ্যমে বকেয়া পরিশোধের চেষ্টা করলেও অন্তর্বর্তী সরকারের নেতৃত্বাধীন ড. ইউনূস এই পথে যাননি। এক শিল্প বিশেষজ্ঞের মতে, বাংলাদেশ হয়তো ভারতীয় বিদ্যুৎ চুক্তিগুলো পুনর্বিবেচনা করে ভবিষ্যতে কম খরচে বিদ্যুৎ নিশ্চিত করার পরিকল্পনা করছে। তবে বিদ্যুৎ সংস্থানের ক্ষেত্রে ভারতের বিকল্প খুঁজে পাওয়া বাংলাদেশের জন্য কঠিন হতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স