রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
গোলাম সাব্বির সাত্তার পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।
এর আগে, ৬ই অগাস্ট বিশ্ববিদ্যালয়টির ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর আসাবুল হকসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেন বলে জানান স্থানীয় সাংবাদিক আনোয়ার আলী হিমু। বৃহস্পতিবার সকালেই উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সমন্বয়করা। এতে বলা হয়, “আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার,
দুই উপ-উপাচার্য, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ কর্মকর্তা, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ১৭ হলের প্রভোস্ট, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের মহান মুক্তির যুদ্ধে রাজাকার ও আল-বদরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি।
অন্যথায় শিক্ষার্থীরা তাদের ফ্যাসিবাদী "আম্মো''র মতো টেনেহিঁচড়ে বের করতে বাধ্য হবে। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যাক্তিগত কারণ দেখানো চলবে না। এছাড়া, বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
মো. নূরুল আলম। তার আগে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক আলমগীর কবির।একইদিন রাত ৯টার পর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
মো. শহীদুর রশীদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং প্রক্টর অধ্যাপক
ড. মো. হারুন-উর-রশীদ পদত্যাগ করেন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV