ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা, মোট সংখ্যা ২৪ জনে পৌঁছাল

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৮:৩৫:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৮:৩৫:২৫ অপরাহ্ন
শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা, মোট সংখ্যা ২৪ জনে পৌঁছাল
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। এই তিন উপদেষ্টা হলেন বিশিষ্ট ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এই তিন উপদেষ্টার শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। নতুন তিন উপদেষ্টা যোগ দেওয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার আরও শক্তিশালী ও পরিপূর্ণ হলো।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তখন থেকেই ধারাবাহিকভাবে উপদেষ্টারা শপথ গ্রহণ করছেন। ৮ আগস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ প্রথম ধাপে ১৪ জন উপদেষ্টা শপথ নেন, যারপরে বিভিন্ন ধাপে আরও উপদেষ্টারা শপথ নিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ