শিশু মুনতাহা হত্যাকাণ্ডে আরও তিনজন আটক, তদন্তে অগ্রগতি
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১০-১১-২০২৪ ০৯:৫১:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৪ ০৯:৫১:১৮ অপরাহ্ন
সিকানাইঘাটে শিশু মুনতাহা হত্যার ঘটনায় আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সিলেট জেলা পুলিশের অনুসন্ধানে গতকাল রোববার (১০ নভেম্বর) দুপুরে ইসলাম উদ্দিন, নিজাম উদ্দিন ও নাজমা বেগমকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের এক আত্মীয়ের বাসা থেকে আটক করা লেটের হয়।
এর আগে, মুনতাহা হত্যাকাণ্ডে প্রথমে তিনজন নারীকে আটক করা হয়। এ নিয়ে পুলিশ এখন পর্যন্ত মোট ছয়জনকে আটক করেছে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
গত ৩ নভেম্বর, শিশুটি স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাবার সঙ্গে বাড়ি ফেরার পর বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে ৫ নভেম্বর, বাড়ির পাশে একটি খালে মুনতাহার নিথর দেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনায় কানাইঘাট এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স