বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটি প্রকাশিত হতে চলেছে
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
১০-১১-২০২৪ ১০:০১:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৪ ১০:০১:১২ অপরাহ্ন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদ সম্প্রতি ঘোষণা করেছেন যে বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে পরিবর্তনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এ সপ্তাহেই জানানো হবে। গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবির পরিচালনা পর্ষদে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
গত ৫ আগস্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের পর পরিচালনা পর্ষদের পদত্যাগের ধারা শুরু হয়। এরপর একে একে পদত্যাগ করেন প্রভাবশালী পরিচালকরা, যার মধ্যে ছিলেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাঈমুর রহমান দুর্জয় এবং খালেদ মাহমুদ সুজন। ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম বিসিবিতে নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন, তবে বাকিদের পদ এখনও পূর্ণ হয়নি।
ফারুক আহমেদ বলেন, "বর্তমানে বিসিবির যে কয়জন পরিচালক আছেন, তাদের মধ্যে থেকেই চারটি করে বিভাগের দায়িত্ব বণ্টন করা হবে। এটি খুব দ্রুতই সম্পন্ন করা হবে এবং এ সপ্তাহেই নতুন স্ট্যান্ডিং কমিটি কেমন হবে, তা প্রকাশ করা হবে।"
গত ২১ আগস্ট ফারুক আহমেদ বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত চারটি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। তবে বেশ কিছু পরিচালক এসব সভায় অনুপস্থিত ছিলেন, যার মধ্যে নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ টিটোসহ আরও কয়েকজন পরিচালক রয়েছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী টানা তিন সভায় অনুপস্থিত পরিচালকের পদ শূন্য ঘোষণা করা হয়, যা গত ৩০ অক্টোবরের সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নতুন কমিটি গঠনের মাধ্যমে বিসিবিতে নেতৃত্বের একটি নতুন ধারার সূচনা হবে বলে আশা করছেন ক্রীড়াপ্রেমীরা। এই পরিবর্তনের মাধ্যমে বিসিবির প্রশাসন আরো শক্তিশালী ও কার্যকর হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স