আফগানিস্তানের বিপক্ষে শেষ লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
১১-১১-২০২৪ ১১:১৮:০০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৪ ১১:১৮:০০ পূর্বাহ্ন
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় বাংলাদেশ দল আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দিনে দিনে তীব্র হচ্ছে, এবং সাম্প্রতিক পরিসংখ্যানেও দুই দল অনেকটা সমানে সমান অবস্থানে।
শারজাহতে বাংলাদেশ প্রথম ম্যাচে ৯২ রানে হেরে গেলেও পরের ম্যাচেই ৬৮ রানে জয় নিয়ে ফিরেছে। তবে এই ম্যাচে চোটের কারণে অনিশ্চিত নাজমুল হোসেন শান্ত। কুচকির চোটে গত ম্যাচে মাঠ ছাড়তে হয়েছিল তাকে, এবং সেই চোট এখনও পুরোপুরি না কাটায় তার খেলা নিয়ে সংশয় রয়েছে। শান্ত না খেললে, অধিনায়কত্ব করতে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে, এবং একাদশে সুযোগ পেতে পারেন টপ অর্ডার ব্যাটার জাকির হাসান।
মিডল অর্ডারে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আর তরুণ তাওহীদ হৃদয় গত দুই ম্যাচে তেমন কিছু করতে না পারায় দুশ্চিন্তা আছে। বিশেষত, রিয়াদ তার শেষ কয়েকটি ম্যাচে রান করতে ব্যর্থ হওয়ায় সমালোচিত হচ্ছেন। তার অভিজ্ঞতা আর ব্যাটিং প্রতিভা আজকের ম্যাচে বড় ভূমিকা রাখার কথা, তবে তার ফর্ম নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
শারজাহর মাঠে টস গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশ টসের ওপর নির্ভরশীল থাকবে, আর বোলিং ইউনিট যে ফর্মে আছে, তাতে কিছুটা আত্মবিশ্বাসী থাকছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নাসুম আহমেদ তার ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন। মিডল অর্ডারেও নতুন মুখ জাকের আলী অনিক প্রথম ম্যাচে আস্থা দিয়েছেন। সব মিলিয়ে, শেষ ম্যাচে আত্মবিশ্বাসী টাইগাররা সিরিজ সমতায় ফেরাতে মাঠে নামছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স