ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শাহজালালে প্রবাসী শ্রমিকদের জন্য উদ্বোধন হলো বিশেষ লাউঞ্জ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১১-২০২৪ ১১:৩০:১০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৪ ১১:৩০:১০ পূর্বাহ্ন
শাহজালালে প্রবাসী শ্রমিকদের জন্য উদ্বোধন হলো বিশেষ লাউঞ্জ
প্রবাসী শ্রমিকদের যাত্রা আরও আরামদায়ক ও সুশৃঙ্খল করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ডেডিকেটেড লাউঞ্জের উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার) সকালে এ লাউঞ্জটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার প্রেস উইং থেকে জানানো হয়, এই লাউঞ্জটি মূলত প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে থাকবে বিভিন্ন ধরনের ভিআইপি সুবিধা এবং সেবাসহায়ক কর্মী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল আগে বলেছিলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত শ্রমিকদের জন্য এমন একটি লাউঞ্জ দরকার ছিল। তিনি আশা প্রকাশ করেন, এ লাউঞ্জের মাধ্যমে প্রবাসী শ্রমিক ভাই-বোনেরা যাত্রার নানা অসুবিধা থেকে কিছুটা মুক্তি পাবেন। বিমানবন্দরের প্রবেশ থেকে শুরু করে প্লেনে ওঠার আগ পর্যন্ত প্রতিটি ধাপে তাদের সহায়তা প্রদানের জন্য থাকবে বিশেষ কর্মী।

বিমানবন্দরে স্থাপন করা এ লাউঞ্জটি প্রবাসী শ্রমিকদের প্রতি সরকারের দায়িত্বশীলতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। শ্রমিকদের সম্মান এবং তাদের কষ্ট লাঘব করতে সরকারের এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ