ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাহমুদউল্লাহ-মিরাজের ১৪৫ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৭:৫৬:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৭:৫৬:৩৫ অপরাহ্ন
মাহমুদউল্লাহ-মিরাজের ১৪৫ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১১ নভেম্বর) মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদি হাসান মিরাজের অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ পেয়েছে ২৪৪ রানের সংগ্রহ। টস জিতে ব্যাট করতে নেমে ভালো সূচনা করেও ১৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। সৌম্য সরকার দুর্দান্ত শুরু এনে দিলেও দ্রুত তার বিদায়ের পরই বিপর্যয়ে পড়ে দল। তবে এরপরই ব্যাট হাতে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। পঞ্চম উইকেটে তারা গড়ে তোলেন ১৪৫ রানের মূল্যবান জুটি।

মাহমুদউল্লাহ তার ব্যাটিং দক্ষতায় তুলে নেন ৯৮ রান। মাত্র ২ রান দূরে থেমে গেলেও, তার দৃঢ় ইনিংসে বাংলাদেশ পায় লড়াই করার মতো পুঁজি। এদিকে মেহেদি হাসান মিরাজ অর্ধশতক পূর্ণ করে তাকে যোগ্য সঙ্গ দেন। তাদের এই পার্টনারশিপেই শেষ পর্যন্ত বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ২৪৪ রান।

মাহমুদউল্লাহর সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ থাকলেও, তার ও মিরাজের অবদানে বাংলাদেশ এমন সংগ্রহ করতে পেরেছে যা লড়াইয়ের জন্য পর্যাপ্ত। শারজাহর মাটিতে এমন সংগ্রহ ডিফেন্ড করার জন্য টাইগারদের বোলিং বিভাগের ওপর বাড়তি দায়িত্ব থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ