কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ওবায়দুল কাদেরের পিএ আব্দুল মতিন আটক
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১১-১১-২০২৪ ০৯:১৪:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৪ ০৯:১৪:০৭ অপরাহ্ন
সোমবার (১১ নভেম্বর) ভোরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে কেরানীগঞ্জ থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন জানিয়েছেন, সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চর ওয়াশপুর গ্রামের ওই বাড়িটি ঘিরে ফেলে এবং নিশ্চিত হওয়ার পর তাকে আটক করে থানায় নিয়ে আসে।
অভিযানের বিস্তারিত সম্পর্কে পুলিশ জানায়, আব্দুল মতিনের অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে থানাহাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিভিন্ন মহলে তার আটকের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স