ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বৈঠকের পর শ্রমিকদের আন্দোলন স্থগিত, দ্রুত বেতন পরিশোধের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১১-২০২৪ ১১:৩৮:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৪ ১১:৩৮:৩৬ অপরাহ্ন
বৈঠকের পর শ্রমিকদের আন্দোলন স্থগিত, দ্রুত বেতন পরিশোধের আশ্বাস
গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় অবরোধরত টিএনজেড গ্রুপের শ্রমিকরা শ্রম মন্ত্রণালয়ে বৈঠকের পর তাদের আন্দোলন স্থগিত করে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন। সোমবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টায় শ্রমিকদের এই অবরোধ প্রত্যাহারের ঘোষণা আসে। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববারের মধ্যে শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করা হবে এবং বাকি বকেয়া নভেম্বরের ২৮ তারিখের মধ্যে দেওয়া হবে। এই প্রতিশ্রুতির পর শ্রমিকরা মহাসড়ক থেকে সরে দাঁড়ান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এই অবরোধের কারণে সারা দিন মহাসড়কের যান চলাচল ব্যাহত হলেও রাতে শ্রম মন্ত্রণালয়ের পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং শ্রমিকরা তাদের দাবির বিষয়ে আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ