ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গুরবাজের সেঞ্চুরিতে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ১২-১১-২০২৪ ১২:২৫:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৪ ১২:২৫:৫৮ পূর্বাহ্ন
গুরবাজের সেঞ্চুরিতে সিরিজ হারল বাংলাদেশ

প্রথমবার ঘরের বাইরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে রহমানউল্লাহ গুরবাজের অনবদ্য সেঞ্চুরিতে টাইগারদের সে স্বপ্ন ভেস্তে যায়। বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয় পেয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় হাশমতউল্লাহ শহিদীর দল।

বিস্তারিত: শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেতে মরিয়া ছিল বাংলাদেশ দল। তবে আফগানিস্তানের ওপেনার গুরবাজের সেঞ্চুরি টাইগারদের জয়ের আশা ম্লান করে দেয়। গুরবাজ তার ১২০ বলে ৫ চার ও ৭ ছক্কায় ১০১ রানের ইনিংসে মাইলফলক স্পর্শ করেন, যা ওয়ানডেতে তার অষ্টম সেঞ্চুরি। ম্যাচের শেষদিকে ওমরজাইয়ের অর্ধশতক এবং নবীর অপরাজিত ইনিংস আফগানিস্তানকে নিশ্চিত জয়ের পথে এগিয়ে দেয়।

বাংলাদেশের বোলারদের সংগ্রাম: ম্যাচের প্রথমদিকে তাসকিনের অনুপস্থিতি অনুভূত হয়, যদিও নাহিদ রানা তার অভিষেকে ভালো পারফর্ম করেছেন। ১৫১ কিমি গতির বলে আফগান ব্যাটারদের চাপে রাখলেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হন। গুরবাজ-ওমরজাইয়ের ১০০ রানের জুটিতে জয় নিশ্চিত হয় আফগানিস্তানের।

বাংলাদেশের ইনিংস: টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ৯৮ রানের ইনিংসে ২৪৪ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ফিফটি করেন। তবে পরাজয়ের কারণে রিয়াদের লড়াই ম্লান হয়ে যায়।


নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ