প্রথমবার ঘরের বাইরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে রহমানউল্লাহ গুরবাজের অনবদ্য সেঞ্চুরিতে টাইগারদের সে স্বপ্ন ভেস্তে যায়। বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয় পেয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় হাশমতউল্লাহ শহিদীর দল।
বিস্তারিত: শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেতে মরিয়া ছিল বাংলাদেশ দল। তবে আফগানিস্তানের ওপেনার গুরবাজের সেঞ্চুরি টাইগারদের জয়ের আশা ম্লান করে দেয়। গুরবাজ তার ১২০ বলে ৫ চার ও ৭ ছক্কায় ১০১ রানের ইনিংসে মাইলফলক স্পর্শ করেন, যা ওয়ানডেতে তার অষ্টম সেঞ্চুরি। ম্যাচের শেষদিকে ওমরজাইয়ের অর্ধশতক এবং নবীর অপরাজিত ইনিংস আফগানিস্তানকে নিশ্চিত জয়ের পথে এগিয়ে দেয়।
বাংলাদেশের বোলারদের সংগ্রাম: ম্যাচের প্রথমদিকে তাসকিনের অনুপস্থিতি অনুভূত হয়, যদিও নাহিদ রানা তার অভিষেকে ভালো পারফর্ম করেছেন। ১৫১ কিমি গতির বলে আফগান ব্যাটারদের চাপে রাখলেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হন। গুরবাজ-ওমরজাইয়ের ১০০ রানের জুটিতে জয় নিশ্চিত হয় আফগানিস্তানের।
বাংলাদেশের ইনিংস: টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ৯৮ রানের ইনিংসে ২৪৪ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ফিফটি করেন। তবে পরাজয়ের কারণে রিয়াদের লড়াই ম্লান হয়ে যায়।