ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে নারীর ব্যাগ তল্লাশি করায় দুই ছাত্রকে পুলিশের উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৭:৪১:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৭:৪১:৫৫ অপরাহ্ন
চট্টগ্রামে নারীর ব্যাগ তল্লাশি করায় দুই ছাত্রকে পুলিশের উদ্ধার
চট্টগ্রামের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় একটি বিতর্কিত ঘটনার সূত্রপাত হয় সোমবার রাতে। ‘সমন্বয়ক’ পরিচয়ে দুই ছাত্র এক নারীর ব্যাগ তল্লাশি করে। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা ঐ নারীর ব্যাগে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী আছে কি-না তা যাচাই করছিল। এ ঘটনাটি স্থানীয় জনতার নজরে এলে দুই ছাত্র সাব্বির ও রায়হানকে ধাওয়া করা হয় এবং উত্তেজনা তৈরি হয়।

স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে। পুলিশ জানায়, রায়হান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে জড়িত। ঘটনা প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের জানান, অভিযোগ না থাকায় দুই ছাত্রকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের প্রতিক্রিয়া:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, "ছাত্রদের কাজ পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া এবং সমাজের অব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তোলা। তবে এদের পরিচয় সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই।"

এই ঘটনায় চট্টগ্রামের জনসাধারণ ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই ‘সমাজসেবার নামে’ এমন ব্যক্তিগত তল্লাশির নিন্দা করেছেন এবং আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। পুলিশের মন্তব্য অনুযায়ী, তাদের সামাজিক কাজের ইতিহাস থাকলেও এ ধরনের তল্লাশি সমাজে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ