জবি শিক্ষার্থীদের স্লোগান দুর্নীতিবাজদের বিরুদ্ধে, নাহিদ ইসলামের নয়
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৩-১১-২০২৪ ০৬:৪৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-১১-২০২৪ ০৬:৪৩:৩৯ অপরাহ্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগে এ স্লোগান দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীরা জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের স্লোগান সরাসরি দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে। বুধবার (১৩ নভেম্বর) জবি শহীদ মিনারে সংবাদ সম্মেলনে আন্দোলনের মুখপাত্র রাকিব হাসান বলেন, স্লোগানটি নাহিদ ইসলামের উদ্দেশ্যে নয় বরং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পে জড়িত দুর্নীতিবাজ ঠিকাদারদের বিরুদ্ধে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, প্রকল্পের মেয়াদ চারবার বাড়িয়েও জমি অধিগ্রহণ সম্পন্ন করতে না পারা এবং প্রকল্পের কাজ শেষ না করার পেছনে সংশ্লিষ্টদের দুর্নীতিই দায়ী। তিনি আরো বলেন, "বিগত ছয় বছর ধরে প্রকল্পে কোনো অগ্রগতি নেই। বরং তাদের পকেট ভারী করার প্রবণতা স্পষ্ট হয়েছে।" এ নিয়ে শিক্ষার্থীরা স্লোগান তুললেও এটি উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে নয়।
মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, "ফেসবুকে কিছু পেজ এটিকে ভুলভাবে প্রচার করছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নই।" উল্লেখ্য, সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে আন্দোলন করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স