ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাহিদের পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির ও আরজে কিবরিয়া

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৮:০৪:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৮:০৪:২৮ অপরাহ্ন
নাহিদের পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির ও আরজে কিবরিয়া
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে শোবিজ তারকা সালমান মুক্তাদির ও আরজে কিবরিয়া সহ অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে তাঁরা নাহিদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে মো. নাহিদ ইসলামকে ঘিরে একটি বিতর্ক শুরু হয়েছে। শিক্ষার্থীরা দাবি করেন যে তাদের স্লোগান ছিল প্রশাসনের দুর্নীতি ও ঠিকাদারদের বিরুদ্ধে, কিন্তু একশ্রেণির মানুষ ভুল তথ্য ছড়িয়ে উপদেষ্টা নাহিদকে বিতর্কিত করার চেষ্টা করছে। এতে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তারকা ও নেতাকর্মীরা নাহিদের পাশে দাঁড়িয়েছেন।

সম্প্রতি ফেসবুকে "উই আর নাহিদ" হ্যাশট্যাগের মাধ্যমে নাহিদকে সমর্থন জানিয়ে পোস্ট করছেন অভিনেতা সালমান মুক্তাদির ও আরজে কিবরিয়া। সালমান মুক্তাদির নাহিদের পক্ষে দাঁড়িয়ে বলেন, “অভিযোগ করো, অবশ্যই করবে। কিন্তু এই বিপ্লবকে কোনোদিন ইগনোর করতে পারবে না।” আরজে কিবরিয়া ফেসবুকে লিখেছেন, “এই ছেলেরা গুলির মুখে বুক পেতে দাঁড়িয়েছিল বলে আজ এতো সাহস নিয়ে কথা বলা যায়।”

আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে নাহিদকে নিয়ে চলা অপপ্রচারের বিরুদ্ধে পোস্ট করেন এবং এর পেছনে হাসিনার পুনর্বাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, “এই প্রথম আমরা যা ইচ্ছা তাই বলতে পারছি—এটা নাহিদের মতো সাহসী লোকদের ত্যাগের ফল।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও নাহিদের ওপর চালানো অপপ্রচারের প্রতিবাদ জানানো হচ্ছে এবং শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ