এক্সরে করতেই ধরা পড়ল ৮টি স্বর্ণের বার, খুলনায় যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৪-১১-২০২৪ ১২:১৫:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১১-২০২৪ ১২:১৫:০৪ অপরাহ্ন
খুলনায় অভিনব কায়দায় পেটের ভেতরে লুকানো ৮টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার (১৩ নভেম্বর) রাতে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ধৃত যুবক আব্দুল আওয়াল (৩৬) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি স্বর্ণের চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। সেই সূত্রে লবণচরা থানা পুলিশ সাচিবুনিয়া মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়।
ওসি মো. তৌহিদুজ্জামান জানান, ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি করে আওয়ালকে আটক করা হলেও প্রথমে তার দেহ তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। পরে সন্দেহ হলে তাকে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করানো হয়, এবং পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। এরপর থানায় নিয়ে আসার পর তিনি বিশেষ কায়দায় একে একে ৮টি স্বর্ণের বার বের করে দেন।
এ ঘটনায় আব্দুল আওয়ালকে স্বর্ণ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স