ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আগামী পাঁচদিনে তাপমাত্রা কমবে, শীতের আভাস দিচ্ছে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১২:৩১:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১২:৩১:০৯ অপরাহ্ন
আগামী পাঁচদিনে তাপমাত্রা কমবে, শীতের আভাস দিচ্ছে  আবহাওয়া
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী অন্তত পাঁচদিন পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আবহাওয়াবিদ হাফিজুর রহমান এক পূর্বাভাসে এ তথ্য দেন। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। এই সময় রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, পরবর্তী পাঁচদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। প্রকৃতিতে ইতোমধ্যেই শীতের আমেজ অনুভূত হচ্ছে, যা শীতের আগমনী বার্তা হিসেবে ধরা হচ্ছে।

সিনপটিক পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থার ফলে তাপমাত্রার আরও কিছুটা হ্রাস হতে পারে এবং শীতের আবহ ধীরে ধীরে বাড়তে থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ