মেগান বোল্ডিনের আমন্ত্রণে গুলশানে চায়ের আড্ডায় বিএনপি নেতারা
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৪-১১-২০২৪ ১২:৫০:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১১-২০২৪ ১২:৫০:৫৩ অপরাহ্ন
আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চায়ের এই আমন্ত্রণে মির্জা ফখরুলের সঙ্গে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
যদিও বৈঠকের আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে কূটনৈতিক মহলে এই সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এবং আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে শায়রুল কবির খান জানিয়েছেন, আলোচনা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিএনপির নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এ ধরনের সাক্ষাৎ রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন বৈঠক বিএনপির রাজনৈতিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স