বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৪-১১-২০২৪ ১১:৪৫:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-১১-২০২৪ ১১:৪৫:৪৬ অপরাহ্ন
আজ ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার’ এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনগণের জন্য ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এদিন স্থানীয়রা উপস্থিত হয়ে তাদের রক্তের শর্করার পরিমাণ পরীক্ষা করান এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন। এছাড়া ডায়াবেটিসের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে চিকিৎসকরা ডায়াবেটিসের ঝুঁকি ও এর প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
এই উদ্যোগটি বীরগঞ্জবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও ব্যাপক আকারে অনুষ্ঠিত হবে, যাতে করে ডায়াবেটিস প্রতিরোধে সকলে আরও সচেতন হতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স