২৩ দিন পর গাজীপুরের টিএনজেড কারখানায় ফিরলেন শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
১৬-১১-২০২৪ ১২:২৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৪ ১২:২৯:৩৬ অপরাহ্ন
গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস কারখানায় ২৩ দিনের অচলাবস্থা শেষে শনিবার (১৬ নভেম্বর) শ্রমিকরা কাজে ফিরেছেন। বেতন-ভাতা পরিশোধ নিয়ে শ্রমিক অসন্তোষের কারণে এই কারখানা বন্ধ ছিল। তবে শ্রম মন্ত্রণালয় এবং কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমস্যার সমাধান হওয়ায় শ্রমিকরা শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কারখানার সব শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করা হয়। কারখানার চেয়ারম্যান মো. হেদায়তুল হক জানান, বাকি বকেয়াগুলো চলতি মাসের ৩০ তারিখের মধ্যে পরিশোধ করা হবে।
টিএনজেড অ্যাপারেলসের পাঁচটি কারখানায় সাড়ে ৬ হাজার শ্রমিক কাজ করেন। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা গত ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। আন্দোলনের পর শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে সমস্যার সমাধান করা হয়।
শ্রমিকরা জানিয়েছেন, কারখানা খুলে দেওয়া এবং বেতন পরিশোধের পরে এখন কাজের পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে তারা আশা করছেন, নির্ধারিত সময়ে বকেয়াগুলোও পরিশোধ করা হবে।
টিএনজেড কারখানার অচলাবস্থা নিরসনে শ্রম মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স