ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধ চিনিকল চালুর উদ্যোগ: পঞ্চগড়ে আশার বার্তা শিল্প উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-১১-২০২৪ ১১:২৩:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৪ ১১:২৩:৩১ অপরাহ্ন
বন্ধ চিনিকল চালুর উদ্যোগ: পঞ্চগড়ে আশার বার্তা শিল্প উপদেষ্টার
 দেশের বন্ধ হয়ে থাকা চিনিকলগুলো চালুর উদ্যোগ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (১৬ নভেম্বর) পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে এসে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, "আমরা কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে চাই। বন্ধ কারখানাগুলো একটার পর একটা চালু করার জন্য কাজ করছি।"
 
আদিলুর রহমান খান জানান, ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত কৃষক ও শ্রমজীবী মানুষকে পুনরায় কাজের পরিবেশ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, "কলকারখানা চালুর পাশাপাশি নতুন উদ্যোগ গ্রহণ করব।"
 
পরিদর্শনকালে তিনি সুগার মিলের দখল হওয়া জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেন। মিলটি চালুর মাধ্যমে উত্তরাঞ্চলে কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
 
পরিদর্শনে শিল্প উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, কেন্দ্রীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, এবং স্থানীয় শ্রমিক ও আঁখচাষিরা।
 
পরে তিনি পঞ্চগড় সার্কিট হাউজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন শিল্প উপদেষ্টা।
 
বন্ধ চিনিকল চালু করার উদ্যোগ শুধু অর্থনীতিকেই নয়, শ্রমজীবী মানুষের জীবিকাকেও উন্নত করবে। এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশের কৃষি ও শিল্প খাতে নতুন দিগন্তের সূচনা হবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ