ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা ওয়াসার দুই ডিএমডিকে বের করে দিল শ্রমিক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৭-১১-২০২৪ ১০:৫৭:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৪ ১০:৫৭:০৮ অপরাহ্ন
ঢাকা ওয়াসার দুই ডিএমডিকে বের করে দিল শ্রমিক-কর্মচারীরা
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সহযোগী আখ্যা দিয়ে প্রতিষ্ঠানের দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম সহিদ উদ্দিন ও মো. আকতারুজ্জামানকে কার্যালয় থেকে বের করে দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। এ ঘটনা ঘটেছে রোববার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে।

প্রত্যক্ষদর্শী ও ওয়াসার একাধিক সূত্র জানায়, অর্ধশতাধিক শ্রমিক-কর্মচারী দুই ডিএমডির কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, দুই ডিএমডি দীর্ঘদিন ধরে সাবেক এমডি তাকসিম এ খানের অনুগত হিসেবে কাজ করছিলেন এবং প্রতিষ্ঠানটির স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত।

বিক্ষোভকারীরা ‘তাকসিমের লোক’ আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি তোলেন এবং কক্ষ থেকে টেনে বের করে প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় নিয়ে যান। পরে তারা এমডি ফজলুর রহমানের কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ চালান।

তবে এ বিষয়ে ওয়াসার বর্তমান এমডি ফজলুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিক্ষোভকারীরা মূলত বিএনপি সমর্থিত শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সদস্য।

বিক্ষোভের পর প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বাধাগ্রস্ত হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ