ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা চালাবে ইউক্রেন

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ১৮-১১-২০২৪ ০১:৩৪:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৪ ০১:৩৪:৫৭ পূর্বাহ্ন
রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা চালাবে ইউক্রেন
যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় তিন বছরের চলমান যুদ্ধে এক নতুন মোড় এসেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বাইডেন প্রেসিডেন্সির শেষ সময়ে এসে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অনুমতি অনুযায়ী, ইউক্রেন আগামী কয়েকদিনের মধ্যেই দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। ধারণা করা হচ্ছে, প্রথম আঘাতে এটিএসিএমএস রকেট ব্যবহার করা হবে, যা ৩০৬ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি চেয়ে আসছিলেন। রাশিয়ার সেনাদের অবস্থানে আঘাত হেনে যুদ্ধক্ষেত্রে শক্তি দেখানোর লক্ষ্যেই এই চাওয়া।

তবে মার্কিন প্রশাসনের মতে, এই সিদ্ধান্ত যুদ্ধের গতিবেগ পুরোপুরি বদলে দেবে না। বরং যুদ্ধবিরতির আলোচনার আগে ইউক্রেনের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতেই হয়তো এই অনুমতি দেওয়া হয়েছে।
 
কয়েকদিন আগে রাশিয়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে রাশিয়ার প্রতি কৌশলগত জবাব হিসেবেই দেখা হচ্ছে।
 
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্ত ট্রাম্প ক্ষমতায় আসার পর বহাল থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন যে, তিনি ক্ষমতায় আসার পর রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করাকে অগ্রাধিকার দেবেন।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ