ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মোহনপুর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৮-১১-২০২৪ ১০:১৮:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৪ ১০:২১:০২ অপরাহ্ন
মোহনপুর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনে উদ্যোগ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মাদক, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর ২০২৪ তারিখে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফজলে এলাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) জনাব দীপঙ্কর বর্মন এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল গাফফার। সভার সভাপতিত্ব করেন ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শাহিনুর রহমান চৌধুরী।




সভায় মাদক সন্ত্রাসের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বও তুলে ধরা হয়।

মোহনপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ সভায় এলাকার সাধারণ জনগণ, তরুণ সমাজ, এবং জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আয়োজকরা।




মতবিনিময় সভাটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে একটি ইতিবাচক বার্তা প্রেরণ করেছে। মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ