ঝিনাইদহ সীমান্তে ৪৬ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
১৯-১১-২০২৪ ০১:৩৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৪ ০১:৩৪:৩৫ অপরাহ্ন
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে বিজিবি অভিযান চালিয়ে দুই পাচারকারীকে আটক করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মণ্ডলের ছেলে মো. আব্দুল কাদের মণ্ডল (৬০) এবং রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪০)। তাদের কাছ থেকে ৪৬টি স্বর্ণের বার (মোট ওজন ৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম) উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত সামন্তা বিওপির একটি টহল দল অভিযান চালায়। বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের একটি ধানক্ষেতে ওত পেতে থাকা টহল দল দুই পাচারকারীকে সীমান্তের দিকে যেতে দেখে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
তল্লাশির সময় দুইজনের কোমরে বিশেষ কায়দায় লুকানো ৪৬টি স্বর্ণের বার পাওয়া যায়। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ২১০ টাকা।
আটককৃত দুই ব্যক্তিকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ বলেন, “শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তে স্বর্ণ পাচার ঠেকাতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে আমাদের নজরদারি আরও জোরদার করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স