২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার মিশন শেষ ম্যাচে
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
২০-১১-২০২৪ ১২:৪৬:১৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-১১-২০২৪ ১২:৪৬:১৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফুটবলের ২০২৪ সালের সূচি প্রায় শেষের পথে। বছরের শেষ ম্যাচে আগামীকাল (বুধবার) ভোরে মাঠে নামছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সকাল ৬টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে পেরুর, আর ৬টা ৪৫ মিনিটে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে।
আর্জেন্টিনা তাদের সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে তিক্ত পরাজয় দেখেছে। এবার পেরুর বিপক্ষে জয় তুলে নিয়ে বছর শেষ করতে চায় লিওনেল স্কালোনির দল। তবে কোচ স্কালোনি ইনজুরির বড় সংকটের মুখে পড়েছেন। দলের অন্তত ছয়জন খেলোয়াড় রয়েছেন ইনজুরিতে। ক্রিশ্চিয়ান রোমেরোর পরিবর্তে ডিফেন্সে নিকোলাস বালের্দি এবং নাহুয়েল মোলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিয়েলকে দেখা যেতে পারে বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম।
অক্টোবর মাসে টানা দুই জয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে ধারাবাহিকতা হারিয়েছে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বছরের শেষটা জয় দিয়ে শেষ করতে চান ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। একাদশে বড় পরিবর্তন ছাড়াই ম্যাচে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বর্তমানে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। ১৯ পয়েন্ট নিয়ে উরুগুয়ে দ্বিতীয় স্থানে এবং ব্রাজিল আছে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। এই ম্যাচগুলো দুই দলকে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ দেবে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স