ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১১ দফা দাবি আদায়ে ওরিয়ন ফার্মার শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২০-১১-২০২৪ ১০:২২:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৪ ১০:২২:৪৫ অপরাহ্ন
১১ দফা দাবি আদায়ে ওরিয়ন ফার্মার শ্রমিকদের কর্মবিরতি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ওরিয়ন ফার্মা কোম্পানির শ্রমিকরা বেতন বৃদ্ধি এবং ১১ দফা দাবি আদায়ের জন্য বুধবার (২০ নভেম্বর) দুপুর থেকে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। রাত ৯টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা অবধি তাদের আন্দোলন চলমান।
 
দীর্ঘদিন ধরে ওরিয়ন ফার্মার শ্রমিকরা ন্যায্য বেতন ও শ্রম অধিকার থেকে বঞ্চিত। আগে তাদের দৈনিক বেসিক বেতন ছিল ৩৭৫ টাকা। তবে তিন মাস আগে তা ৫০ টাকা কমিয়ে ৩২৫ টাকা করা হয়। এ ছাড়া, তাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করা হয় না। প্রতি ছয় মাস পর নতুন নিয়োগের নামে আইডি কার্ড ইস্যু করে প্রতিষ্ঠানটি।

কর্তৃপক্ষের অনিয়মের বিষয়ে শ্রমিকদের বক্তব্য:
১. ঈদের ছুটির সময় বেতন দেওয়া হয় না।
২. কোনো বোনাস দেওয়া হয় না।
৩. শ্রমিকদের বেতন নিয়মিতভাবে বকেয়া রাখা হয়।
৪. প্রতিবাদ করলে বহিরাগতদের দ্বারা শ্রমিকদের ভয় দেখানো হয় এবং চাকরি হারানোর হুমকি দেওয়া হয়।
 
নারী শ্রমিক বৃষ্টি বলেন, "নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বর্তমান বাজারদরে ৩২৫ টাকায় সংসার চালানো অসম্ভব। আমরা বেসিক বেতন ৫০০ টাকা করার দাবি করেছি। আড়াই মাস আগে ১১ দফা দাবি পেশ করলেও কোনো সমাধান হয়নি। আমাদের এভাবে উপেক্ষা করায় আমরা আন্দোলনে নেমেছি।"
 
প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মকিদ সরকার জানান, শ্রমিকদের ১১ দফা দাবির বেশিরভাগই মেনে নেওয়া হয়েছে। তবে কিছু দাবি নিয়ে শ্রমিকদের সঙ্গে মতপার্থক্য রয়েছে।
 
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, "শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।"
 
শ্রমিকরা জানিয়েছেন, তাদের দাবি না মানা হলে আন্দোলন অব্যাহত থাকবে। তাদের বক্তব্য অনুযায়ী, কর্তৃপক্ষ যদি দ্রুত দাবি মেনে না নেয়, তবে বড় ধরনের বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।

এই ঘটনা শ্রমিকদের অধিকার এবং ন্যায্য বেতন নিশ্চিত করার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত দেয়। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কর্মস্থলের শোষণ বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ