ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুহাম্মদ (সা.) কে সম্মান করতে কোনো ধর্মের হওয়া বাধ্যতামূলক নয় : স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক
আপলোড সময় : ২০-১১-২০২৪ ১১:৫৪:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৪ ১১:৫৪:৩৭ অপরাহ্ন
মুহাম্মদ (সা.) কে সম্মান করতে কোনো ধর্মের হওয়া বাধ্যতামূলক নয় : স্বরা ভাস্কর
বলিউডের পরিচিত অভিনেত্রী স্বরা ভাস্কর সবসময় তার সাহসী বক্তব্য এবং ধর্মনিরপেক্ষ চিন্তাধারার জন্য পরিচিত। সম্প্রতি, হিজাব পরে মাওলানা সাজ্জাদ নোমানীর সঙ্গে দেখা করার পর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক বিতর্ক। গেরুয়া শিবির এবং নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেও, স্বরা দৃঢ়তার সঙ্গে তার অবস্থান তুলে ধরেছেন।
 
এক নির্বাচনী প্রচারে অংশ নিয়ে স্বরা বলেন, "নবী মুহাম্মদ (সা.) কে সম্মান করার জন্য কোনো নির্দিষ্ট ধর্মের হতে হয় না। যেকোনো ধর্ম থেকে তাকে সম্মান করা যায়।" স্বরা আরও জানান, "আমি হিন্দু পরিবারে জন্মেছি, একজন মুসলিমকে বিয়ে করেছি। কিন্তু মুহাম্মদ (সা.) কে সম্মান জানানোতে আমার ধর্ম বা জাত বাধা হতে পারে না।"
 
স্বরা ভাস্কর তার হিজাব পরিধানের কারণে বিজেপি নেতাদের কটাক্ষের শিকার হন। অনেকেই তার ধর্ম বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে ব্যক্তিগত আক্রমণ করেন। তবে এসব বিতর্ককে উপেক্ষা করে, তিনি সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা দিয়েছেন।
 
২০২৩ সালের জানুয়ারিতে দীর্ঘদিনের বন্ধু এবং রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা। ১৬ ফেব্রুয়ারি তাদের বিবাহ আনুষ্ঠানিকভাবে পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে সম্পন্ন হয়। বর্তমানে তাদের সংসারে এক পুত্রসন্তানের আগমন ঘটেছে, যা নিয়ে স্বরা এবং ফাহাদ দুজনেই ব্যস্ত সময় পার করছেন।
 
স্বরা ভাস্করের এই বার্তা আমাদের সমাজে ধর্মীয় সম্প্রীতির গুরুত্বকে নতুন করে মনে করিয়ে দেয়। ব্যক্তিগত জীবনের কটাক্ষ উপেক্ষা করেও সম্প্রীতির আহ্বান জানানো তার সাহসী মনোভাবের পরিচয়। সমাজে এই ধরনের বার্তা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ