ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন আইনজীবী পান্না

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-১১-২০২৪ ০১:৩০:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১১-২০২৪ ০১:৩০:৫৩ অপরাহ্ন
শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন আইনজীবী পান্না
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্না। গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার আইনি সহায়তা দিতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। গত ২১ নভেম্বর এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে দাঁড়াব।" তার এই মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এরই মধ্যে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীর জামিন নিয়ে আদালতে জটিলতা দেখা দিয়েছে। জুলাই-আগস্টের ঘটনায় হত্যা মামলায় হাইকোর্ট তাকে ৬ মাসের জামিন দিলেও আপিল বিভাগ সেটি স্থগিত করে।

মামলার রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। মেহেদী হাছানের পক্ষে শুনানি করেছেন জেড আই খান পান্না। সুপ্রিম কোর্ট বারের পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল ও গাজী কামরুল ইসলাম সজল।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সীমান্ত পথে পালানোর সময় মেহেদী হাছানকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিচার চলমান রয়েছে।

গণহত্যা মামলা, শেখ হাসিনার পক্ষে জেড আই খান পান্নার অবস্থান, এবং আদালতে মামলার বর্তমান অবস্থা—সব মিলিয়ে বিষয়টি এখন দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ