ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৬ বছর ধরে ফোকলা বানানো দেশ একদিনে ঠিক করা যাবে না: ফারুকী

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৩:২৯:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৩:২৯:৫০ অপরাহ্ন
১৬ বছর ধরে ফোকলা বানানো দেশ একদিনে ঠিক করা যাবে না: ফারুকী
দেশের সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজন সময় ও পরিকল্পনার। এমনই মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত ১৬ বছর ধরে যে দেশকে ফোকলা বানানো হয়েছে, তা একদিনে ঠিক করা সম্ভব নয়। তবে সরকারের চেষ্টায় ইতিবাচক পরিবর্তন আসবে।”

উপদেষ্টা আরও বলেন, “আমরা যদি স্বাধীনতার পরের সময়, বিশেষ করে ৭২ এবং ৭৩ সালের দিকে তাকাই, তাহলে বুঝতে পারব, বড় ধরনের পরিবর্তনের পর তাৎক্ষণিক উন্নয়ন সম্ভব হয়নি। তাই দেশের বর্তমান পরিস্থিতি পুনর্গঠনে সময় প্রয়োজন।”

ফারুকী জানান, দেশের সংস্কৃতিকে পুনর্গঠনের জন্য ৭টি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কাজ করছে সরকার। তিনি বলেন, “মূল প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই সঠিক চেষ্টাটা করছি? সরকার কি অন্যায় কাজ করছে? যদি করে, আপনারা অবশ্যই বলবেন।”

৭টি পরিকল্পনার মূল লক্ষ্য:
১. স্থানীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করা
২. সংস্কৃতি খাতে নতুন উদ্যোগ চালু
৩. শিল্প ও সংস্কৃতির জন্য বাজেট বৃদ্ধি
৪. গ্রামীণ সংস্কৃতির উন্নয়ন
৫. আন্তর্জাতিক পর্যায়ে সংস্কৃতি তুলে ধরা
৬. তরুণদের মধ্যে সংস্কৃতি চর্চার প্রচার
৭. প্রযুক্তি ব্যবহারে সংস্কৃতি খাতে উদ্ভাবনী উদ্যোগ

উপদেষ্টা ফারুকী বলেন, “আমরা একটি বড় পরিবর্তনের পথে রয়েছি। কিন্তু এটি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।”

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ