ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র চরে ধূলিঝড়ের সৃষ্টি, ঘটনাস্থলে গর্ত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৬:২৮:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৬:২৮:৫১ অপরাহ্ন
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র চরে ধূলিঝড়ের সৃষ্টি, ঘটনাস্থলে গর্ত
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের শাখাহাতির চরে বিরল ধূলিঝড়ের সৃষ্টি হয়েছে। স্থানীয় ভাষায় ‘বাওকুড়া’ নামে পরিচিত এই ধূলিঝড় বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে রৌমারী ও চিলমারী উপজেলার মাঝামাঝি এলাকায় দেখা যায়। ঝড়টি চিকন নলের মতো ঘুরতে ঘুরতে বালু উপরে তুলে মেঘে মিশিয়ে দেয়, ফলে ঘটনাস্থলে একটি বড় গর্ত তৈরি হয়।
 
শাখাহাতির চরের বাসিন্দা মো. নুর আমিন বলেন, “মাঝেমধ্যে ছোট ছোট বাওকুড়া দেখা যায়। তবে এত বড় ধূলিঝড় আমি গত ৫ বছরে দেখিনি।” আরেক বাসিন্দা জানান, ঝড়টি হঠাৎ করে শুরু হয়। বাতাস ঘুরতে ঘুরতে গাছের পাতা ও ডাল উড়িয়ে নিয়ে যায়। তবে এবারের ঝড়ে ক্ষয়ক্ষতি তেমন হয়নি, শুধু একটি গর্ত তৈরি হয়েছে।
 
প্রকৃতির এই বিরল ঘটনার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এটি স্থানীয় বাতাসের ঘূর্ণি বা ঘূর্ণিঝড়ের ক্ষুদ্র সংস্করণ, যা বিশেষত বালুর চর এলাকায় ঘটে। স্থানীয় ভাষায় যাকে ‘বাওকুড়া’ বলা হয়। এমন ঘটনা সাধারণত কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়, তবে মাঝে মাঝে তা চাঞ্চল্য সৃষ্টি করে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ