পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু গাজীপুরে
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৩-১১-২০২৪ ১২:৩৮:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১১-২০২৪ ১২:৩৮:৫২ অপরাহ্ন
গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী গ্রামে পিকনিকের ডাবল ডেকার বাস পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (IUT)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
শনিবার (২৩ নভেম্বর) সকালে ৪৬০ জন শিক্ষার্থী ডাবল ডেকার ও মাইক্রোবাসে করে মাটির মায়া ইকো রিসোর্টের উদ্দেশ্যে রওনা হন। উদয়খালী বাজারে পৌঁছালে একটি ডাবল ডেকার বাস বিদ্যুতের তার স্পর্শ করে। এ সময় বিদ্যুতায়িত বাসে থাকা শিক্ষার্থীরা বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মৃতদের মধ্যে আছেন মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২), ও জোবায়ের আলম সাকিব (২২)। তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক।
আহত শিক্ষার্থীর সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হয়নি। হাসপাতালের জরুরি বিভাগে আহতদের চিকিৎসা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এই দুর্ঘটনা স্মরণ করিয়ে দেয় গ্রামীণ সড়কে বিদ্যুতের তার ও বাসের উচ্চতার মধ্যকার অসঙ্গতি। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স