বাফুফে সভাপতির কাছে রেফারিদের চিঠি: সম্মানী বৃদ্ধির দাবি
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
২৩-১১-২০২৪ ০৪:৪২:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১১-২০২৪ ০৪:৪২:৫৬ অপরাহ্ন
বাংলাদেশের ফুটবলে রেফারিরা সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কিন্তু তাদের সম্মানী ও সুযোগ-সুবিধা প্রায়শই অবহেলার শিকার। সম্প্রতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি তাবিথ আউয়ালের কাছে প্যানেলভুক্ত ২৭ জন রেফারি একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তারা ম্যাচ পরিচালনা ফি, দৈনিক ভাতা, এবং যাতায়াত ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন।
প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচ পরিচালনায় রেফারিদের সম্মানী বাড়িয়ে ৬ হাজার টাকা এবং সহকারী রেফারিদের ৫৮০০ টাকা করার প্রস্তাব।
দৈনিক ভাতা ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার দাবি।
ঢাকার বাইরের ম্যাচের জন্য যাতায়াত ভাড়ায় ৫০০ টাকা বাড়ানোর অনুরোধ।
বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে, তবে রেফারিজ কমিটির চেয়ারম্যান এখনো মনোনীত হয়নি। এটি ম্যাচ পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার প্রশ্ন তুলছে। এছাড়া, বকেয়া সম্মানী এবং পেশাদার রেফারির অভাবে অনেক রেফারি পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।
রেফারিরা আশা করছেন, নতুন সভাপতি তাবিথ আউয়াল দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করবেন। বাফুফের পক্ষে এই সংকট মেটানো ফুটবলের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স