যুদ্ধে বিশ্বাসী না, তবে প্রস্তুত থাকুন : তৌহিদ হোসেনের বার্তা
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৩-১১-২০২৪ ০৯:০০:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১১-২০২৪ ০৯:০০:৩২ অপরাহ্ন
রাজধানীর ইস্কাটনে অনুষ্ঠিত রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “যুদ্ধে আমরা বিশ্বাসী না, তবে কেউ গায়ে পড়লে তার জবাব দিতে প্রস্তুত থাকতে হবে।” তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা থেকে মূল বক্তব্য
১. যুদ্ধ ও আত্মরক্ষা প্রস্তুতি
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। তবে নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন নিয়ে চলতে হবে।
২. রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান
রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করে দেশে ফেরানোর প্রয়োজন।
চীন ও ভারতের মতো প্রভাবশালী দেশের সমর্থন লাভের কৌশল নির্ধারণ জরুরি।
আরাকান আর্মির সঙ্গে সুসম্পর্ক স্থাপন মিয়ানমারের পরিস্থিতি বিবেচনায় উপকারী হতে পারে।
৩. জাতীয় ঐক্যের প্রয়োজন
রোহিঙ্গা সমস্যা সমাধানে অভ্যন্তরীণ ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অভ্যন্তরীণভাবে ঐক্যবদ্ধ না হলে আন্তর্জাতিকভাবে সমাধানের প্রচেষ্টা দুর্বল হয়ে পড়বে।
৪. বিএনপির অবস্থান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “জাতীয় ঐক্যের প্রস্তাব আমরা অনেক আগেই দিয়েছি। কিন্তু বিগত সরকার তা গ্রহণ করেনি।”
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স