নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার বিস্ফোরণ: দগ্ধ ১০
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৪-১১-২০২৪ ০২:৪৩:১১ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৪ ০২:৪৩:১১ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় একটি কারখানায় এয়ার ফ্রেশনার রিফিল করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে দ্রুত ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে রয়েছেন বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)।
কারখানার এক কর্মী জানিয়েছেন, এয়ার ফ্রেশনার রিফিল করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, আহতদের প্রাথমিক চিকিৎসা চলছে। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা নির্ধারণ করতে আরও সময় লাগবে।
এই দুর্ঘটনা শ্রমিক নিরাপত্তা ও কারখানার নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ বের করে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স