ডি মারিয়ার ১৮ মিনিটের হ্যাটট্রিক: বাইসাইকেল গোলের জাদু
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
২৪-১১-২০২৪ ০৩:০৪:১১ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৪ ০৩:০৪:১১ অপরাহ্ন
আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া যেন বয়সকেও হার মানাচ্ছেন। বেনফিকার হয়ে মাত্র ১৮ মিনিটেই হ্যাটট্রিক করে আবারও প্রমাণ করলেন কেন তিনি ফুটবলের জাদুকর। শনিবার পর্তুগিজ কাপের চতুর্থ রাউন্ডে এস্ত্রেলা আমাদোরার বিপক্ষে তার এমন পারফরম্যান্স নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই ডি মারিয়া প্রথম গোলটি করেন। প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসা বলটিকে বাঁ পায়ের জোরালো শটে জালে পাঠান তিনি। ষষ্ঠ মিনিটে আসে ম্যাচের সেরা মুহূর্তটি—একটি দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক। ডি-বক্সে নিয়ন্ত্রণে নেওয়া বলটি অসাধারণ কৌশলে জালে জড়িয়ে দেন এই আর্জেন্টাইন। অষ্টাদশ মিনিটে ডান পায়ের শটে তৃতীয় গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বেনফিকা। দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল যোগ করে ৭-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। কেরেম আকতুরকোগলু, জেকি আমদুনি ও আর্থুর ক্যাব্রাল (জোড়া গোল) বেনফিকার জয় নিশ্চিত করেন।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ডি মারিয়া এরই মধ্যে বেনফিকার হয়ে ১৬ ম্যাচে করেছেন ৮ গোল ও ৩টি অ্যাসিস্ট। তার এমন পারফরম্যান্স প্রমাণ করে যে বয়স তার জন্য শুধু একটি সংখ্যা।
পর্তুগিজ কাপের পয়েন্ট টেবিলে বেনফিকা বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। শীর্ষে আছে স্পোর্টিং লিসবন ও দ্বিতীয় স্থানে এফসি পোর্তো।
ডি মারিয়ার এই পারফরম্যান্স নিয়ে ফুটবলপ্রেমীরা দারুণ উচ্ছ্বসিত। তার বাইসাইকেল কিকের গোল ফুটবল বিশ্বে আলোড়ন তুলেছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স