ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আদিলুর রহমান খান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০৪:২০:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০৪:২০:৫৬ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আদিলুর রহমান খান। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট মানবাধিকারকর্মী।

মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান। নাগরিক সমাজের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে ১৯৯৪ সালে অধিকার প্রতিষ্ঠা করেন তিনি।
২০১৩ সালের ৫-৬ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য-বিকৃত তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে ও তাঁর সহকর্মী অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিনকে ২০২৩ সালের সেপ্টেম্বরে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাঁরা একই বছরের অক্টোবরে জামিনে কারাগার থেকে মুক্তি পান।

 ২০২২ সালে সরকার ‘অধিকার’-এর নিবন্ধন বাতিল করে।
আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করেছেন। স্বৈরশাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি।

বিএনপির নেতৃত্বাধীন সরকারের শেষ মেয়াদে আদিলুর রহমান খান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ