ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জয়সওয়ালের রেকর্ড, কোহলির ফর্মে ফেরা: পার্থ টেস্টে ভারতের দাপট

স্পোর্টস ডেস্ক
আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৩:৫৮:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৩:৫৮:২১ অপরাহ্ন
জয়সওয়ালের রেকর্ড, কোহলির ফর্মে ফেরা: পার্থ টেস্টে ভারতের দাপট
ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে বড় চাপে ফেলেছে ভারত। সফরকারীদের ব্যাটিং ঝড়ে দ্বিতীয় ইনিংসে ৫৩৩ রানের বিশাল লিড দাঁড় করিয়েছে দলটি।
 
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন যশস্বী জয়সওয়াল। লোকেশ রাহুলের সঙ্গে ২০১ রানের ওপেনিং জুটি গড়ে তিনি ব্যক্তিগত সেঞ্চুরি করেন। তার দেড়শোর্ধ্ব রানের ইনিংস অস্ট্রেলিয়ার বোলারদের হতাশায় ফেলে।
 
টেস্ট ক্রিকেটে ৪৯৬ দিনের বিরতির পর সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। তার অভিজ্ঞতাপূর্ণ ব্যাটিং দলকে স্থিতিশীলতা দেয়। সেঞ্চুরির মধ্য দিয়ে তিনি নিজের ফর্মে ফেরার বার্তা দিলেন।
 
প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে ভারত বিপাকে পড়ে। তবে তাদের বোলাররা অস্ট্রেলিয়াকে কম রানে গুটিয়ে দিয়ে ৪৬ রানের লিড এনে দেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের দাপট দলকে বড় লিড এনে দেয়।
 
ভারতের এই রানের পাহাড় টপকাতে হলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের অসাধারণ পারফর্ম করতে হবে। তবে ভারতীয় বোলারদের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই লক্ষ্য ছোঁয়া অস্ট্রেলিয়ার জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে।
 
পার্থ টেস্টে ভারতের ব্যাটিংয়ের এই প্রভাবশালী প্রদর্শন দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেছে। এখন বোলারদের কাজ হলো এই লিডকে সাফল্যে পরিণত করা।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ