বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর কমিটি ঘোষণা, নেতৃত্বে ইমরান আহমেদ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৫-১১-২০২৪ ১২:৫৬:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৪ ১২:৫৬:০৩ পূর্বাহ্ন
রংপুর জেলা শাখার জন্য ১৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদকে আহ্বায়ক ও রংপুর মেডিকেল কলেজের ডা. আসফাক আহমেদকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কারমাইকেল কলেজের রিফাত হাসান (মুখ্য সংগঠক), রংপুর সিটি কলেজের ইয়াসির আরাফাত (মুখপাত্র), এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাহির ফয়সাল সৌরভসহ ৯ জন যুগ্ম আহ্বায়ক। যুগ্ম সদস্যসচিব হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রুম্মানুল ইসলাম রাজ এবং মকবুলার রহমান সরকারি কলেজের রাকিবুল ইসলাম শিশিরসহ আরও ৮ জন রয়েছেন।
মোট ১৫৫ সদস্যের এই কমিটিতে সংগঠক পদে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের তৌফিক আহমেদ হৃদয়সহ ৭ জন এবং সাধারণ সদস্য পদে ১২২ জনকে রাখা হয়েছে।
২০২৪ সালের ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একপর্যায়ে গণঅভ্যুত্থানের রূপ নেয়। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর আন্দোলন পরিচালনার জন্য বিভিন্ন জেলা ও প্রতিষ্ঠানে সাংগঠনিক কাঠামো গঠনের উদ্যোগ নেয়া হয়।
রংপুরের মিডিয়া সেলের মুখপাত্র রাজিমুজ্জামান হৃদয় জানান, সারা দেশে সাংগঠনিক বিস্তারের লক্ষ্যে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স