বাংলাদেশি তারকাদের আইপিএল নিলাম ভাগ্য, প্রথম দিনে উঠল না নাম
স্পোর্টস ডেস্ক
আপলোড সময় :
২৫-১১-২০২৪ ০১:১২:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৪ ০১:১২:০৯ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যের সৌদি আরবের জেদ্দায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। এবারের দুই দিনব্যাপী নিলামের প্রথম দিনটি রেকর্ড ভাঙাগড়ায় মোড়ানো। মোট ৮৪ জন ক্রিকেটারের নিলামে প্রথম দিনে ৭০ জন বিক্রি হয়েছেন। এর মধ্যে ২৪ জন বিদেশি। খেলোয়াড় কেনার পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথম দিনেই ব্যয় করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি।
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়েছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্ত। তাকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এর আগে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে পাঞ্জাব কিংস দলে ভিড়িয়ে রেকর্ড গড়েছিল।
বাংলাদেশি ক্রিকেটারদের জন্য প্রথম দিনটি ছিল অপেক্ষার। এবার আইপিএল নিলামে বাংলাদেশের ১২ জন খেলোয়াড়ের নাম আছে, যা আগের যেকোনো বারের চেয়ে বেশি। তাদের মধ্যে মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও লিটন দাসের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে আজ নিলামে তাদের কারও নাম উঠেনি।
মুস্তাফিজুর রহমান রয়েছেন সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ ১ কোটি রুপির ভিত্তিমূল্যে আছেন। লিটন দাসসহ বাকিরা রয়েছেন ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে।
আগামীকাল (সোমবার) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে আইপিএল মেগা নিলামের দ্বিতীয় তথা শেষ দিনের কার্যক্রম। সেদিন বাংলাদেশি ক্রিকেটারদের নাম উঠবে কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে ভক্ত-সমর্থকদের মধ্যে।
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আইপিএলে বাংলাদেশের সফলতম ক্রিকেটার। সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন। মুস্তাফিজও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। তবে লিটন দাসের অভিজ্ঞতা সুখকর নয়; গত মৌসুমে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স