ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের খেলার মাঠে ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত, সুপারের সাফাই

আপলোড সময় : ২৫-১১-২০২৪ ১২:০০:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৪ ১২:০০:০১ অপরাহ্ন
শিক্ষার্থীদের খেলার মাঠে ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত, সুপারের সাফাই
ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ আইডিয়াল দাখিল মাদরাসার খেলার মাঠে আলু চাষের উদ্যোগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মাদরাসার সুপার আব্দুল বাতেন মাঠে ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করানোর পর স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
 
শিক্ষার্থীদের দাবী, মাঠটি তাদের একমাত্র খেলার জায়গা ছিল। স্থানীয় মো. হাসিব ও সাইফুল জানান, সুপার খেলার মাঠ নষ্ট করে আলু চাষের উদ্যোগ নিয়েছেন। এ কাজ মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয়দের জন্য অবমাননাকর।
 
সুপার আব্দুল বাতেন বিষয়টি মিথ্যে দাবি করে বলেন, মাঠে আলু নয় বরং রবিশস্য চাষের পরিকল্পনা করা হয়েছিল। তিনি জানান, মাঠে গাছ লাগানোর জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে গাছগুলো নষ্ট না হয়।
 
চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, প্রাথমিকভাবে সুপারকে সতর্ক করা হয়েছে এবং মাঠটি শিক্ষার্থীদের জন্য ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।
 
স্থানীয় সচেতন মহল মনে করে, শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ নষ্ট করা উচিত নয়। এমন সিদ্ধান্ত ভবিষ্যতে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের ওপর প্রভাব ফেলবে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ