আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো : আসিফ
দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় :
২৫-১১-২০২৪ ০৩:৫০:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৪ ০৩:৫০:৪৮ অপরাহ্ন
মোহাম্মদপুরের মোহাম্মদপুর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, কঠোর পদক্ষেপ নিলে আরও রক্তপাতের শঙ্কা ছিল।
শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বিবাদের সূত্রপাত হলেও দ্রুত সেটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় শিক্ষার্থীদের উগ্র মনোভাব দেখে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অ্যাকশনে যায়নি। তবে সংঘর্ষ ঠেকাতে উভয়পক্ষকে বারবার শান্ত থাকার আহ্বান জানানো হয়।
আসিফ মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের এগ্রেসিভ আচরণে স্ট্রিক্ট পদক্ষেপ নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।” তিনি জানান, শিক্ষার্থীদের সংঘর্ষে না জড়িয়ে ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানানোর পরেও এই দুঃখজনক ঘটনা ঘটেছে।
অনেকেই প্রশ্ন তুলছেন, কেন আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়নি। যদিও সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেনি, তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স