ঢাকার উত্তাল পরিস্থিতিতে জবি শিক্ষার্থীদের সংযম প্রদর্শনের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় :
২৫-১১-২০২৪ ০৬:১৭:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৪ ০৬:১৭:১৭ অপরাহ্ন
সম্প্রতি ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন শিক্ষার্থীদের সংযম প্রদর্শনের নির্দেশ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘর্ষপূর্ণ পরিস্থিতিতে জবির শিক্ষার্থীরা যে বুদ্ধিমত্তা এবং ধৈর্যের পরিচয় দিয়েছে, তা প্রশংসনীয়।
১৬ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, চিকিৎসায় অবহেলার কারণে অভিজিৎ মারা গেছেন। তার মৃত্যুকে কেন্দ্র করে ২০ ও ২১ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল অবরোধ করে প্রতিবাদ জানায় তার সহপাঠীরা।
অবরোধের পরিপ্রেক্ষিতে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষের জেরে ফেসবুকে ‘ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ’ নামে একটি গ্রুপে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা।
রবিবার (২৪ নভেম্বর) ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত হন ২০ জনেরও বেশি।
এ উত্তপ্ত পরিস্থিতির মাঝে জবির শিক্ষার্থীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন’। শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণই সংকট মোকাবিলায় সহায়ক হবে।
নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV
কমেন্ট বক্স