ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লাটের হাট থেকে ঘাটপার সংযোগ সড়ক উন্নয়নে এলাকাবাসীর স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১২:৫৭:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১২:৫৭:৫১ অপরাহ্ন
লাটের হাট থেকে ঘাটপার সংযোগ সড়ক উন্নয়নে এলাকাবাসীর স্বস্তি
লাটের হাট এলাকায় দীর্ঘদিন ধরে চলমান উন্নয়ন বঞ্চিত অবস্থা অবশেষে শেষ হয়েছে। চার রাস্তার মোড় থেকে ঘাটপার পর্যন্ত রাস্তাটি পাকা করার কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার আশা প্রকাশ করেছে। পাকা রাস্তা নির্মাণের মাধ্যমে যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে বলে মতামত দিয়েছেন তারা।

স্থানীয় প্রকৌশলী বিভাগ জানিয়েছে, এই প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, উন্নয়ন কার্যক্রমে সঠিক তদারকির মাধ্যমে সড়কের গুণগত মান নিশ্চিত করা দরকার।


তথ্য ও চিত্র: মো: হাসানুর রহমান

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ