ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গুম-নির্যাতনের অভিযোগে সাবেক র‌্যাব কর্মকর্তার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৪:৩০:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৪:৩০:০০ অপরাহ্ন
গুম-নির্যাতনের অভিযোগে সাবেক র‌্যাব কর্মকর্তার বিচার দাবি
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক র‌্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবি তুলেছেন তার হাতে গুম হওয়া ব্যক্তিরা। তাদের অভিযোগ, মহিউদ্দিন ফারুকী র‌্যাব-১০ এবং র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার থাকা অবস্থায় মানবাধিকার লঙ্ঘনসহ গুম এবং নির্যাতনের মতো জঘন্য অপরাধে জড়িত ছিলেন।
 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাদের দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সরকারবিরোধী লেখালেখির কারণে অনেকেই গুমের শিকার হয়েছেন বলে জানান। তাদের একজন কৃষিবিদ ফসিউল আলম অভিযোগ করেন, তাকে র‌্যাব সদস্যরা আটক করে নির্যাতন চালিয়েছে, যা তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে গুরুতর ক্ষতি করেছে। অন্য আরেক ভুক্তভোগী ছাত্রদল নেতা হুমায়ূন কবির বলেন, র‌্যাব সদস্যরা তাকে লঞ্চ থেকে আটক করে গুম করে রাখে এবং মারাত্মক শারীরিক নির্যাতন করে।
 
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ বারবার উঠছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও এসব বিষয়ে তদন্ত এবং বিচারের আহ্বান জানাচ্ছে। মানবাধিকার রক্ষার নামে এমন কর্মকাণ্ডের কোনো স্থান নেই বলে তারা উল্লেখ করেছে।
 
মহিউদ্দিন ফারুকী বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন। ভুক্তভোগীরা জানান, তার বিচার যথাযথভাবে না হলে দেশে মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি চলমান থাকবে। তারা আরও বলেছেন, বিচার কার্যক্রমে যেন ফারুকী পালানোর সুযোগ না পান এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ