ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিশৃঙ্খলার বিরুদ্ধে মাঠে লড়াই করবে বিএনপি: ইকবাল হাসান মাহমুদ টুকু

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৬:৩৫:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৬:৩৫:৪১ অপরাহ্ন
বিশৃঙ্খলার বিরুদ্ধে মাঠে লড়াই করবে বিএনপি: ইকবাল হাসান মাহমুদ টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের চলমান বিশৃঙ্খল পরিস্থিতির বিরুদ্ধে বিএনপি মাঠে থেকে লড়াই করবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে পুলিশ না থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া স্বাভাবিক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
টুকু অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে। তিনি বলেন, "আমি এসব মামলা কখনো মেনে নেইনি। তাদের অন্যায়ের ফল তারা নিজেরাই পেয়েছে।"
 
বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
 
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় রংপুর মহানগর বিএনপি ফুটবল একাদশ এবং সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি একাদশ।
 
বিএনপি নেতাদের মতে, দেশের বর্তমান পরিস্থিতি পরিবর্তনে মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের দৃঢ় অবস্থান নিতে হবে। দলের নেতাকর্মীরা একসঙ্গে কাজ করলে সরকারবিরোধী আন্দোলন সফল হবে বলে তারা আশাবাদী।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ