ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৬:৪৩:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৬:৪৩:৪১ অপরাহ্ন
নাটোরে গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরের গুরুদাসপুরে কাছিকাটা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বনপাড়া-হাটিকুমড়ুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাবনা জেলার চাটমোহর উপজেলার কৈশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫), একই এলাকার মৃত জয়েন প্রামানিকের ছেলে শাহ আলম (৪৭)। বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, বনপাড়া-হাটিকুমড়ুল মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এমন সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। 

তবে কোন গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ