ঢাকা ১০:১২:০৭ পিএম, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ , ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শাহবাগে যৌথবাহিনীর কঠোর অবস্থান, সতর্ক রয়েছে এপিসি ও জলকামান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৬:৫৭:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৬:৫৭:২৩ অপরাহ্ন
শাহবাগে যৌথবাহিনীর কঠোর অবস্থান, সতর্ক রয়েছে এপিসি ও জলকামান
রাজধানীর শাহবাগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সম্ভাব্য সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শাহবাগ মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে।
 
শাহবাগ মোড়ের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন, এবং বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাশের সড়কে জলকামান এবং জাতীয় জাদুঘরের সামনে দুটি এপিসি রাখা হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও, চট্টগ্রামে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
 
গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। এরপর ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে ইতোমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
শাহবাগ এলাকায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যৌথবাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। এদিকে সনাতন জাগরণ মঞ্চের কর্মীদের সম্ভাব্য সমাবেশ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ