ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্ন কৃষকের চোখে সোনালি আঁশের সোনালি

স্বপ্ন কৃষকের চোখে সোনালি আঁশের সোনালি

দিনাজপুর টিভি ডেস্ক
আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০৫:৩৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ১১:৪৬:০২ অপরাহ্ন
স্বপ্ন কৃষকের চোখে সোনালি আঁশের সোনালি
 
 
 
 
যশোরের শার্শা উপজেলায় অনুকূল পরিবেশ ও লাভজনক হওয়ায় চলতি বছর বেড়েছে পাট চাষ। কৃষক সোনালি আঁশে এরই মধ্যে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছেন।

 এলাকার মাটি পাট চাষের উপযোগী হওয়ায় উন্নতমানের আঁশের ব্যাপক চাহিদা আছে। পাট চাষে অন্য ফসলের চেয়ে তুলনামূলক খরচ কম এবং উৎপাদন ভালো। লাভজনক, সহজলভ্য ও পাইকারি বাজার সৃষ্টি হওয়ায় পাট চাষে ঝুঁকেছেন তারা।

 এ ছাড়া নিয়মিত কৃষি বিভাগ থেকে উদ্বুদ্ধকরণ, পরার্মশ এবং সরকারি সহায়তার ফলে পাট চাষে আগ্রহ বেড়েছে। সব মিলিয়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় প্রতি মৌসুমে বাড়ছে পাট চাষ।

উপজেলা কৃষি অফিস জানায়, শার্শা উপজেলায় ২০২২-২৩ মৌসুমে প্রায় ৫ হাজার ৪৬০ হেক্টর জমিতে পাট চাষ হয়। ২০২৩-২৪ মৌসুমে ৫ হাজার ৪৬৫ হেক্টর জমিতে চাষ হয়। 

দো-আঁশ মাটি, রোগবালাই কম, সরকারি ভর্তুকি, বিনা মূল্যে বীজ সুবিধাসহ কম খরচে লাভজনক হওয়ায় এ বছর ৫ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। পাটের জাতের মধ্যে দেশি সিভিই-৩, সিসি-৪৫, ডি-১৫৪-২ বিজেআরআই-৫, রবি-১ ইন্ডিয়ান জাতের মধ্যে কৃষি সেবাইন-১৩৫২৪, শঙ্খ-৯৮৯৭ ও তোষা-৮ উল্লেখযোগ্য।

উপজেলার চাষিরা জমি চাষ দিয়ে প্রস্তুত করে বোনা এবং বিনা চাষে ধানের জমিতে ছিটিয়ে পাট চাষ করেন। চাষ করা পাট বীজ বোনার ১২০ ও ধানের জমিতে পাট বীজ ছিটিয়ে বোনার ১১০ দিনের মধ্যে পাট কাটার উপযোগী হয়। বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, হাজার হাজার বিঘা জমিতে দেশি ও বিদেশি উচ্চ ফলনশীল জাতের পাট চাষ করা হয়েছে।
 
 
 
 
 
 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Dinajpur TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ